ঢাকা, শনিবার, ১৪ আষাঢ় ১৪৩২, ২৮ জুন ২০২৫, ০২ মহররম ১৪৪৭

এভিয়াট্যুর

স্বাস্থ্যবিধি অনুযায়ী প্রস্তুত বরিশাল বিমানবন্দর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৭, জুলাই ১১, ২০২০
স্বাস্থ্যবিধি অনুযায়ী প্রস্তুত বরিশাল বিমানবন্দর

ঢাকা: ফ্লাইট চলাচলের জন্য স্বাস্থ্যবিধি অনুযায়ী বরিশাল বিমানবন্দরে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের ব্যবস্থাপক রথীন্দ্রনাথ চৌধুরী। 

তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে গত ২৪ মার্চ ফ্লাইট বন্ধ হওয়ার প্রায় সাড়ে তিন মাস পর রোববার (১২ জুলাই) থেকে বরিশালে ফ্লাইট চালু হচ্ছে। আমরা সার্বিক প্রস্তুতি নিয়েছি।

যাতে সবক্ষেত্রে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হয় সেজন্য লাল গোল চিহ্ন দেওয়া হয়েছে।  

শনিবার (১১ জুলাই) বাংলানিউজকে এ তথ্য জানান রথীন্দ্রনাথ চৌধুরী।  

তিনি বলেন, স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে চারটি শিফটে চিকিৎসক ও নার্স দায়িত্ব পালন করবেন। প্রতি শিফটে ১০ জন চিকিৎসক-নার্স থাকবেন। যাত্রীরা তাৎক্ষণিক অসুস্থ হলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেবেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সব প্রস্তুতি নেওয়া হয়েছে।  

রোববার থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ার বরিশালে ফ্লাইট পরিচালনা করবে। আপাতত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বরিশালে ফ্লাইট পরিচালনা করবে না।  

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জুলাই ১১, ২০২০
টিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।