ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

এভিয়াট্যুর

সিলেট থেকে লন্ডনে সরাসরি ফ্লাইট চালু ৪ অক্টোবর 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১১, সেপ্টেম্বর ১৭, ২০২০
সিলেট থেকে লন্ডনে সরাসরি ফ্লাইট চালু ৪ অক্টোবর  বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ঢাকা: সিলেট থেকে লন্ডনে সরাসরি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালু হবে আগামী ৪ অক্টোবর থেকে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান এতথ্য নিশ্চিত করেন।

 

বেবিচক চেয়ারম্যান বলেন, বেবিচক ও ইউকের ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টের (ডিএফিটি) ভার্চ্যুয়াল সভায় এ সংক্রান্ত আলোচনা হয়েছে।  
সভায় আমরা তাদের আগামী ৪ অক্টোবর থেকে সিলেট থেকে লন্ডন রুটে সরাসরি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্তের কথা জানিয়েছি। ইউকে ডিএফটি বলেছে, তারা উদ্যোগ নেবে। ফের ডিএফটি টিম সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করবে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ০০০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২০
টিএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।