ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

এভিয়াট্যুর

চালু হলো সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৮, অক্টোবর ৪, ২০২০
চালু হলো সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি প্লেন

ঢাকা: ২৩২ জন যাত্রী নিয়ে সিলেট থেকে লন্ডনের পথে রওনা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম সরাসরি ফ্লাইট।  

রোববার (৪ অক্টোবর) বেলা ১১টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় ফ্লাইটটি।

 

সিলেট-লন্ডন রুটে সরাসরি ফ্লাইট উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। রোববার মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

আপাতত সপ্তাহের প্রতি বুধবার সিলেট-লন্ডন-সিলেট রুটে ফ্লাইট চালাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।  

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২০
টিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।