ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

বাংলানিউজ স্পেশাল

ব্রাজিলে অবৈধভাবে যাওয়া ৮০ বাংলাদেশিকে উদ্ধার

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৩, মে ১৭, ২০১৩
ব্রাজিলে অবৈধভাবে যাওয়া ৮০ বাংলাদেশিকে উদ্ধার

ঢাকা: ব্রাজিলের পুলিশ গত বুধবার রাজধানী ব্রাসিলিয়া থেকে ৮০ জন বাংলাদেশিকে উদ্ধার করেছে। তাঁরা সবাই বেশি বেতনের চাকরি পাওয়ার আশ্বাসে (১৫০০ ডলার) দালালদের জনপ্রতি ১০ হাজার ডলার দিয়ে দেশটিতে গেছেন বলে পুলিশের দাবি।

তবে এই ৮০ জনকে গ্রেপ্তার দেখানো হয়নি।

বৃহস্পতিবার ‘টাইমস অব ইন্ডিয়া’ এ বিষয়ে খবর প্রকাশ করে।  

এতে বলা হয়, বাংলাদেশ থেকে ১৬ হাজার কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে এই ৮০ জন প্রথমে ব্রাজিলের প্রতিবেশী দেশ পেরু, বলিভিয়া ও গায়ানায় যান। এরপর কোনো ভিসা ছাড়াই ব্রাজিলে প্রবেশ করেন।

তদন্তকারীদের বরাত দিয়ে ব্রাজিলের একটি সংবাদ মাধ্যমে বলা হয়, দেশটির সামামবিয়া শহরের আট বাড়িতে তারা কাজ করছিলেন। বেশিরভাগই ফ্রিজ মেরামত, ভবনের কাজসহ গাড়ি মোছার কাজ করতেন।  

এদিকে ব্রাসিলিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ ব্যাপারে তদন্তের ক্ষেত্রে ব্রাজিল কর্তৃপক্ষকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে।

অর্থনৈতিক ও বেতনের ভালোর কারণে সাম্প্রতিক সময়ে দেশটিতে অবৈধভাবে যাওয়া মানুষের সংখ্যা বাড়ছে। বিশেষকরে হাইতি ও আফ্রিকান দেশসমুহের মানুষেরাই বেশি প্রবেশ করছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কড়া নজরদারি রাখছে দেশটির সরকার।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, মে ১৭, ২০১৩
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।