ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

বিএনপি

তারাকান্দায় বিএনপির বিদ্রোহী প্রার্থীর গাড়িতে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৫, মার্চ ২৩, ২০১৬
তারাকান্দায় বিএনপির বিদ্রোহী প্রার্থীর গাড়িতে আগুন

ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দায় বিশকা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও দলীয় বিদ্রোহী প্রার্থী আলী আহাম্মদের গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (২৩ মার্চ) বিকেলে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল হক বাংলানিউজকে এ কথা জানান।



তিনি জানান, ওই ইউনিয়নে তার বাড়ির সামনে বুধবার দিনগত গভীর রাতে কে বা কারা আগুন দেয়। গাড়িটি কিভাবে পুড়লো সেই সম্পর্কে তিনি নিশ্চিত করে কোনো তথ্য দিতে পারছেন না। রেষারেষির জের ধরে এ ঘটনা ঘটেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।