ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

বিএনপি

দিনাজপুর বিএনপির যুগ্ম-আহ্বায়ক কচি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০০, সেপ্টেম্বর ১৮, ২০১৭
দিনাজপুর বিএনপির যুগ্ম-আহ্বায়ক কচি আটক বখতিয়ার আহমেদ কচি

দিনাজপুর: স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক বখতিয়ার আহমেদ কচিকে (৩৮) আটক করেছে পুলিশ।

সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে কালিতলা এলাকায় নাবিল পরিবহন কাউন্টার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

কচি দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা এলাকার বাসিন্দা ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খতিব উদ্দিন আহমেদের ছেলে।

 

দিনাজপুর কোতয়ালী থানার নৈশ্যকালীন ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গৌতম কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করেছে।  

এ বিষয়ে বিস্তারিত জানতে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিমকে ফোন করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ০৪৫৭ ঘণ্টা, ১৯ সেপ্টেম্বর, ২০১৭
এমএএম/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।