ঢাকা, শনিবার, ১৪ আষাঢ় ১৪৩২, ২৮ জুন ২০২৫, ০২ মহররম ১৪৪৭

বইমেলা

মেলায় এসেছে মেহেদী উল্লাহর তিরোধানের মুসাবিদা

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৪, ফেব্রুয়ারি ৯, ২০১৪
মেলায় এসেছে মেহেদী উল্লাহর তিরোধানের মুসাবিদা

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে তরুণ গল্পকার মেহেদী উল্লাহর প্রথম গল্পগ্রন্থ ‘তিরোধানের মুসাবিদা’। বইটির পাণ্ডুলিপি জমা দিয়ে গত বছর জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছিলেন লেখক।



তিরোধানের মুসাবিদা সম্পর্কে জানতে চাইলে মেহেদী উল্লাহ বাংলানিউজকে বলেন, বইয়ে মোট ১১টি গল্প আছে। বেশিরভাগ গল্পই মৃত্যুচিন্তা নিয়ে; আছে প্রেম, যৌনতা, রাজনীতিসহ নানা বিষয়-আশয়। মজার বিষয় হচ্ছে, পুরস্কারপ্রাপ্ত এ পাণ্ডুলিপির বেশ কয়েকটি গল্প আগেই আপনারা (বাংলানিউজ) ছেপেছিলেন। ’

বইটি প্রকাশ করেছে কাগজ প্রকাশন। বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে কাগজ প্রকাশনের ১৭ নম্বর স্টলে শুক্রবার থেকেই তিরোধানের মুসাবিদা পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।