ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

ক্যারিয়ার

প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরির সুযোগ, বেতন ৫৫০০০

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২৩, সেপ্টেম্বর ১১, ২০২২
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরির সুযোগ, বেতন ৫৫০০০

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। প্রতিষ্ঠানটি তাদের উখিয়ায় অবস্থিত প্রজেক্টের জন্য লোকবল নিয়োগ দেবে।

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের না: সিবিসিপি অফিসার। পদের সংখ্যা: নির্ধারিত না। আবেদন যোগ্যতা: সোশ্যাল ওয়ার্ক, সাইকোলজি, সোশ্যাল সায়েন্স বা সমমান বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।

ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে। তবে চট্টগ্রামের স্থানীয় ভাষায় দক্ষতা থাকলে কিংবা বার্মিজ ভাষায় যোগাযোগে দক্ষ হলে অগ্রাধিকার দেওয়া হবে।

এছাড়াও প্রার্থীদের মধ্যে হিউম্যানেটেরিয়ান প্রিন্সিপাল ও আন্তর্জাতিক শিশু সুরক্ষা আইন ও নীতিমালা সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। সৃজনশীল চিন্তা, ব্যবস্থাপনা ও ইভেন্ট ম্যানেজমেন্টের কাজে দক্ষ হতে হবে।

চূড়ান্ত নিয়োগের পর কক্সবাজারের উখিয়ায় কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন ৪৯৬০০-৫৫৪০০ টাকা। তবে প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে বিভিন্ন সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ: ১৭ সেপ্টেম্বর, ২০২২

বাংলাদেশ সময়: ০৭২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।