ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩২, ২৯ জুন ২০২৫, ০৩ মহররম ১৪৪৭

ক্যারিয়ার

ঢাকা আহছানিয়া মিশনে চাকরির সুযোগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৩, সেপ্টেম্বর ১৫, ২০২২
ঢাকা আহছানিয়া মিশনে চাকরির সুযোগ

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা আহছানিয়া মিশন। প্রতিষ্ঠানটি তাদের অডিট বিভাগে লোকবল নিয়োগ দেবে।

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার/ অডিট অফিসার। পদের সংখ্যা: নির্ধারিত না। আবেদন যোগ্যতা: এমকম/এমবিএ পাস করতে হবে। সিএ (সিসি) কোর্স সম্পন্ন হলে অগ্রাধিকার দেওয়া যাবে।

নারী ও পুরুষ উভয় আবেদন করতে হবে। প্রার্থীদের অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার হিসেবে ৩ বছর ও অডিট অফিসার হিসেবে ৫ বছর কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা ৪০ বছরের মধ্যে হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। ইন্টারপারসোনাল স্কিল থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।

মাসিক বেতন: ২৫০০০-৩০০০০ টাকা। এছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপত্র পাঠাতে হবে hr.dam@ahsaniamission.org.bd এ ঠিকানা।

আবেদনের শেষ তারিখ : ২৯ সেপ্টেম্বর, ২০২২

বাংলাদেশ সময়: ০৭১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।