ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

কর্পোরেট কর্নার

বাংলাদেশ ব্যাংক-ওয়ান ব্যাংকের মধ্যে চু্ক্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৮, জানুয়ারি ২২, ২০২৩
বাংলাদেশ ব্যাংক-ওয়ান ব্যাংকের মধ্যে চু্ক্তি

ঢাকা: প্রি-শিপমেন্ট ক্রেডিট খাতে পাঁচ হাজার কোটি টাকার স্কিম থেকে পুনঃঅর্থায়ন সুবিধা পাবার জন্য ওয়ান ব্যাংক লিমিটেড বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মঙ্গলবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টে একটি অংশগ্রহণমূলক চুক্তি সম্পাদন করে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক মো. রজব আলী ও ওয়ান ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

 

এ চুক্তির আওতায় রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানসমূহকে প্রি-শিপমেন্ট ঋণ সহায়তা দেওয়ার বিপরীতে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন সুবিধা দেওয়া হবে।   

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।