ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আদালত

২০১০’র আগের সব মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রধান বিচারপতির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৬, অক্টোবর ৩০, ২০১৬
২০১০’র আগের সব মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রধান বিচারপতির

ঢাকা: ২০১০ সালের আগের সব মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

রোববার (৩০ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ।

তিনি জানান, বিভিন্ন কারণে হাইকোর্ট বিভাগের পুরাতন মামলাগুলো শুনানির উদ্যোগ নেয় না কেউ। অনেক সময় বাদী-বিবাদীরাও আগ্রহ হারিয়ে ফেলে। তাই ২০১০ সালের আগের পুরনো মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।

সাব্বির ফয়েজ আরও জানান, এ নির্দেশ অনুসারে রোববার (৩০ অক্টোবর) বিচারপতি মিজানুর রহমান ভূঞা, বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি মো. আবু তারিকের বেঞ্চসহ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিভিন্ন বেঞ্চে পুরাতন মামলা কার্যতালিকায় উঠেছে।

পর্যায়ক্রমে সব মামলা কার্যতালিকায় উঠবে, জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬/১৩২৫ ঘণ্টা.
ইএস/আইএ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।