ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

ক্রিকেট

চট্টগ্রামে টসের পর বৃষ্টি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৫, মার্চ ২৯, ২০২৩
চট্টগ্রামে টসের পর বৃষ্টি ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম থেকে : আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ জিতেছে বৃষ্টি আইনে ২২ রানে। দ্বিতীয়টিতে জিতলেই সিরিজ নিশ্চিত হবে স্বাগতিকদের।

এমন ম্যাচের আগে হানা দিয়েছে বৃষ্টি।  

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আইরিশরা। এ ম্যাচের টস হওয়ার পরই পিচে নেমে এসেছে কাভার। চট্টগ্রামে বইছে ঝড়ো হাওয়াও। খানিক বাদে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও। চট্টগ্রামের আকাশও কালো হয়ে আছে।  

এই ম্যাচের একাদশে কোনো বদল আনেনি বাংলাদেশ। অন্যদিকে আইরিশদের একাদশে এসেছে এক বদল। ফিওন হ্যান্ডের জায়গায় সুযোগ পেয়েছেন ক্রেইগ ইয়াং।  

বাংলাদেশ একাদশ: লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

আয়ারল্যান্ড একাদশ: মার্ক এডেয়ার, রস এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, ফিওন হ্যান্ড, পল স্টার্লিং (অধিনায়ক), হ্যারি টেক্টর, লরকান টাকার ও বেন হোয়াইট।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, ২৯ মার্চ, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।