ঢাকা, সোমবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

ক্রিকেট

আইসিসির প্রধান নির্বাহীর পদত্যাগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৪, জানুয়ারি ২৯, ২০২৫
আইসিসির প্রধান নির্বাহীর পদত্যাগ জেফ অ্যালারডাইস/সংগৃহীত

সামনেই চ্যাম্পিয়নস ট্রফি। কিন্তু এর আগে পদত্যাগ করলেন আইসিসির প্রধান নির্বাহী জেফ অ্যালারডাইস।

গত মঙ্গলবার তার পদত্যাগের কথা বিবৃতি দিয়ে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। কারণ হিসেবে 'নতুন চ্যালেঞ্জ' নেওয়ার কথা জানিয়েছেন তিনি।  

একসময় ক্রিকেট অস্ট্রেলিয়ার ক্রিকেট অপেরেশন্স ম্যানেজারের দায়িত্বে ছিলেন অ্যালারডাইস। ২০১২ সালে আইসিসির ক্রিকেট মহাব্যবস্থাপক হিসেবে কাজ শুরু করেন তিনি। এরপর আট মাস ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী হিসেবে থাকার পর ২০২১ সালের নভেম্বরে পূর্ণকালীন দায়িত্ব নেন।  

তবে অ্যালারডাইসের বিদায় নেওয়া প্রশ্নের জন্ম দিয়েছে। কারণ মাত্র দুই মাস আগে আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সাবেক সচিব জয় শাহ। তার আগমনের পর আইসিসিতে এটাই সবচেয়ে বড় পরিবর্তন। যদিও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় অ্যালারডাইসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জয় শাহ।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।