ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

ক্রিকেট

অধিনায়ক হয়ে মাঠে ফিরছেন ডি ভিলিয়ার্স!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২০, জানুয়ারি ২৯, ২০২৫
অধিনায়ক হয়ে মাঠে ফিরছেন ডি ভিলিয়ার্স! এবি ডি ভিলিয়ার্স/সংগৃহীত ছবি

২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন এবি ডি ভিলিয়ার্স। দীর্ঘ বিরতির পর মাঠে ফিরছেন তিনি, তাও আবার অধিনায়ক হয়ে!

ঘটনা আসলে এরকম নয়।

আগামী জুলাইয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) আসরে খেলতে দেখা যাবে সাবেক প্রোটিয়া অধিনায়ক ডি ভিলিয়ার্সকে। গতকাল নিজের ফেসবুক পেইজে দেওয়া এক ভিডিও বার্তায় এ খবর জানিয়েছেন তিনি নিজেই।  

আগামী ১৮ জুলাই শুরু হবে ডব্লিউএইএল-এর আসর। মূলত অবসরপ্রাপ্ত ও ক্রিকেট বোর্ডের চুক্তির বাইরে থাকা ক্রিকেটাররা এই টুর্নামেন্টে অংশ নেন। সেখানে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্বকারী দলের নেতৃত্ব দেবেন 'মিস্টার ৩৬০ ডিগ্রি' খ্যাত ডি ভিলিয়ার্স।  

ওয়ানডের দ্রুততম (৩১ বলে) সেঞ্চুরিয়ান এক ভিডিও বার্তায় বলেন, 'চার বছর আগে সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলাম। কারণ আর খেলার প্রয়োজনীয়তা অনুভব করিনি। মাঝে অনেকদিন চলে গেছে এবং আমার ছেলেও খেলা শুরু করেছে। আমরা একসঙ্গে বাগানে খেলি এবং মনে হয় আমার ভেতরে কিছুটা আগুন রয়ে গেছে। তাই আমি জিম এবং নেটে ফিরছি এবং জুলাইয়ে ডব্লিউসিলের জন্য প্রস্তুতি নিচ্ছি। '

দারুণ ফর্মে থাকা সত্ত্বেও ২০২১ সালের নভেম্বরে জাতীয় দল থেকে অবসর নেন ডি ভিলিয়ার্স। ৪ বছর পর তিনি মাঠে ফিরছেন। তার দলের নাম 'গেম চ্যাঞ্জার্স সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্স'। এই দলে আরও আছেন জ্যাক ক্যালিস, হার্শেল গিবস, ডেল স্টেইন ও ইমরান তাহিরের মতো কিংবদন্তিরা।  

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।