ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

ক্রিকেট

এক যুগ পর রঞ্জিতে ফিরে দর্শকদের হতাশ করলেন কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৪, জানুয়ারি ৩১, ২০২৫
এক যুগ পর রঞ্জিতে ফিরে দর্শকদের হতাশ করলেন কোহলি

রঞ্জি ট্রফিতে ফিরলেন প্রায় এক যুগ পর। তবে লড়তে পারেননি ব্যাট হাতে।

মাঠে নেমে দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই উইকেটে বিলিয়ে দিলেন বিরাট কোহলি। স্রেফ ৬ রানে শেষ হয়ে যায় তার ১২ বছর পর রঞ্জিতে ফেরা ম্যাচ।  

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রেলওয়ের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় দিনে ব্যাট করতে নামেন কোহলি। স্টেডিয়াম থেকে তার নামের ধ্বনি আসতে থাকে। দর্শকরা উচ্ছ্বসিত হয়ে বিরাটকেই ডাকতে থাকে। কিন্তু সেই মূল্য দিতে পারলেন না ভারতীয় এই ব্যাটার। হিমাংশু সাঙ্গওয়ানের বলে বোল্ড হয়ে ফেরেন সাজঘরে।

এই ম্যাচে বিরাট খেলবেন বলে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে কোহলির ম্যাচ দেখতে ভিড় করেছিলেন অনেক মানুষ। ম্যাচটি দেখতে লাইন ধরা শুরু হয় আগেরদিন থেকে। ম্যাচ শুরু হওয়ার আগেই গ্যালারি পরিপূর্ণ হয়ে যায় দর্শকে। কিন্তু তাদের প্রত্যাশা রাখতে পারেননি কোহলি।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।