ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

ক্রিকেট

টিকিট ছাড়াই মিরপুরে সোহানদের খেলা দেখতে পারবেন দর্শকরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৬, মে ২০, ২০২৫
টিকিট ছাড়াই মিরপুরে সোহানদের খেলা দেখতে পারবেন দর্শকরা ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের ‘এ’ দলের বিপক্ষে প্রথম আনঅফিসিয়াল টেস্টে ব্যাটিং ধ্বস নামে বাংলাদেশের। হারতে হয় বাজেভাবে।

সিরিজ বাঁচানোর লড়াইয়ে তারা আগামীকাল মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে সফরকারীদের। এই টেস্ট কোনো টিকিট ছাড়াই দেখতে পারবেন দর্শকরা।  

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, চার দিনের এই আনঅফিসিয়াল টেস্টের সবগুলো দিনই দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে গ্যালারি। ৫ নম্বর গেট বাদে বাকি গ্যালারিগুলোতে কোনো টিকিট ছাড়াই খেলা দেখতে পারবেন তারা। যদিও কিছু নির্দেশনা দিয়ে রেখেছে বিসিবি। সেগুলো অনুসরণ করলেই বিনামূল্যে খেলা দেখতে পারবেন দর্শকরা।  

এর আগে নিউজিল্যান্ডে ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ম্যাচে ৪ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচে ৮৭ রানের জয়ে তারা সমতা ফেরায়। শেষ ম্যাচে ৭ উইকেটের জয়ে নিশ্চিত করে সিরিজ।  

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।