ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

আড়াইশর আগেই শেষ বাংলাদেশের ইনিংস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৪, জুন ২৬, ২০২৫
আড়াইশর আগেই শেষ বাংলাদেশের ইনিংস

বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় টেস্টের প্রথম দিন ভালো যায়নি বাংলাদেশের। এদিন ৮ উইকেট হারিয়ে ফেলে তারা।

কেউই করতে পারেননি পঞ্চাশ। দ্বিতীয় দিন খেলতে নেমে কিছুক্ষণ লড়াই চালান তাইজুল ইসলাম। কিন্তু ইনিংস বড় করতে পারেননি। ২৪৭ রানেই গুটিয়ে যায় তারা।  

দিনের শুরুতেই আসিথা ফার্নান্দোর বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন এবাদত হোসেন। ১৩ বলে ৮ রান করেন তিনি। এরপর নাহিদ রানার সঙ্গে কিছুক্ষণ লড়াই চালান তাইজুল। কিন্তু দিনুশার বল মিডউইকেটে চান্দিমালের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৬০ বলে ৩৩ রানে থামে ইনিংস।  

আগের দিন টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২২০ রান নিয়ে দিন শেষ করে বাংলাদেশ। লঙ্কানদের হয়ে ৩টি করে উইকেট নেন আসিথা ও দিনুশা। দুটি উইকেট পান বিশ্ব ফার্নান্দো। একটি করে উইকেট নেন থারিন্দু ও ধনঞ্জয়া।  

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।