ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

ক্রিকেট

তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৭, মার্চ ১৮, ২০১৪
তামিম ইকবাল

তামিম ইকবাল: কয়েকদিনের চোট কাটিয়ে আবারও মাঠে ফিরেছেন বাংলাদেশের এই ওপেনার। ব্যাট হাতে ওয়ার্ল্ড টি-টোয়েন্টির দুটি প্রস্তুতি ও উদ্বোধনী ম্যাচটি খেলেছেন।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৪৩ ও আয়ারল্যান্ডের ৩২ রানের পারফরমেন্স করেছেন। আফগানিস্তানের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ধীরগতির ব্যাটিং করেছেন, ২৭ বলে ২১ রান, চারের মার দুটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনটি অর্ধশতক পাওয়া তামিম এখন পর্যন্ত বিশ্বকাপে ৫০ ছুঁতে পারেননি। তবে যে কোনো সময় জ্বলে উঠতে পারেন তিনি। হয়তো বা দ্বিতীয় ম্যাচে নেপালের বোলারদের তুলোধুনো করে দিতে পারেন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।