ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

ক্রিকেট

ব্যর্থ মাশরাফি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০১, মার্চ ৩০, ২০১৪
ব্যর্থ মাশরাফি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম থেকে: বাংলাদেশ দলের অন্যতম নির্ভর যোগ্য বোলার মাশরাফি বিন মুর্তজা। তিনি দলে থাকলে মানষিক ভাবে একটু জোড় পায় টাইগাররা।

কিন্তু পাকিস্তানের বিপক্ষে এই প্রথম সবচেয়ে খারাপ স্পেলে বল করেছেন নড়াইল এক্সপ্রেস। মাত্র চার ওভার বল করে বিনা উইকেটে ৬৩ রান দিয়েছেন তিনি।

প্রতি ওভারের ইকোনমি ছিলো ১৫.৭৫। ২৪ বলের মধ্যে আট ডট বলের পাশাপাশি চারটি ছয় ও সাতটি চার খেয়েছেন ম্যাশ। পাকিস্তানি ব্যাটসম্যানরা তার বলকে তুলোধুনো করেছে।

ক্যারিয়ারে ২৮ ম্যাচে ২৬ উইকেট নিয়েছেন তিনি। ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে চার ওভারে সর্বনিম্ন ১৯ রান দিয়ে চার উইকেট নিয়েছিলেন তিনি। এর আগে টি-টোয়েন্টিতে ২০০৭ সালে সর্বাধিক ৫৩ রান দিয়েছিলেন তাও আবার এই পাকিস্তানের বিপক্ষে।

পাকিস্তানের বিপক্ষে বরাবরই বোলিংয়ে সফল নন এ পেসার। পাকিস্তানের বিপক্ষে এ পর্যন্ত ছয় ম্যাচে বোলিং করেছেন মাশরাফি। যার মধ্যে মাত্র দুইটি উইকেট নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, ৩০ মার্চ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।