মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে: টি-টোয়েন্টি বিশ্বকাপের ২৮তম ম্যাচে অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারতকে। দশ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৯ রান করেছে ভারত।
ভারতের হয়ে ব্যাটিংয়ে ওপেন করতে নামেন রহিত শর্মা এবং অজিঙ্কা রাহানে। প্রথম ওভারেই রহিত শর্মা সাজঘরে ফেরেন ব্রাড হগের বলে ক্যাচ তুলে দিয়ে। তবে তিন নম্বরে নামা বিরাট কোহলি রানের চাকা সচল রেখেছিলেন। আউট হওয়ার আগে ২২ বলে ২৩ রান করেন তিনি। আর নবম ওভারে রাহানে ডাগ বলিংগারের বলে উইকেটের পেছনে ক্যাচ দেবার আগে করেন ১৬ বলে ১৯ রান।
ব্যাটিং ক্রিজে আছেন যুবরাজ সিং এবং সুরেশ রায়না।
পাওয়ার প্লেতে ভারতের সংগ্রহ ছিল এক উইকেটে ৪৪ রান। আর দলীয় অর্ধ শতক আসে ৪১ বলে।
এর আগে মূল পর্বের সব খেলায় ভারত জয় পেয়ে সেমির পথ নিশ্চিত করে রেখেছে। আর অস্ট্রেলিয়া ১৬ রানে পাকিস্তানের সঙ্গে এবং ৬ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হেরেছে।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘন্টা ৩০ মার্চ ২০১৪ আপডেট সময়: ২০০৮ ঘন্টা
এমআর
**ব্যাটিংয়ে নেমেছে ভারত


