ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

ক্রিকেট

মুশফিকুর রহিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৮, এপ্রিল ১, ২০১৪
মুশফিকুর রহিম

বাংলাদেশের যে কজন প্রথম সারির ব্যাটসম্যান রয়েছে মুশফিকুর রহিম তাদের মধ্যে অন্যতম। ক্রিকেটের সব ফরম্যাটে বহুবার দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বগুড়ার এই উইকেট-কিপার ব্যাটসম্যান।

মুশফিক জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৩৬ টি। ৩১ ইনিংস থেকে ৩৯৩ বল মোকাবেলা করে মোট রান করেছেন ৪৫৬। ১৮.২৪ ব্যাটিং এভারেজে তার ব্যাটিং স্ট্রাইক রেট ১১৬.০৩। মুশফিকের টি-টোয়েন্টি ম্যাচে অর্ধশতক রয়েছে একটি। ৩২ টি চারের সঙ্গে ছক্কা হাঁকিয়েছেন ১৫ টি। সুপার টেনে প্রথম জয় পেতে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মুশফিকের বাংলাদেশ। হারের খরা কাটাতে হলে অন্য সবার সঙ্গে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম-কেও আজ জ্বলে উঠতে হবে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।