ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

ক্রিকেট

দিলশানকে জরিমানা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪০, এপ্রিল ১, ২০১৪
দিলশানকে জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গ্রুপ ওয়ানে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় জরিমানা করা হলো শ্রীলঙ্কার অলরাউন্ডার তিলকরত্নে দিলশানকে।

সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি ৫৯ রানে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে লঙ্কানরা।



আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সঙ্গে দ্বিমত পোষণ করার আচরণবিধি ভেঙেছেন দিলশান।

ঘটনা লঙ্কানদের ব্যাটিং ইনিংসের চতুর্থ ওভারে। ওভারের তৃতীয় বলে ট্রেন্ট বোল্টের বলটি দিলশানের গ্লাভস ছুঁয়ে উইকেটরক্ষকের হাতে গেলেও আউট হন। কিন্তু লঙ্কান ব্যাটসম্যান আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে অপারগতা প্রকাশ করেন।

মাঠের আম্পায়ার রড টাকার ও আলীম দার, থার্ড আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড ও রিজার্ভ আম্পায়ার স্টিভ ডেভিস অভিযোগ দায়ের করেন।

সোমবার রাতেই দিলশান অপরাধ মেনে নেন এবং ২০ শতাংশ ম্যাচ ফি জরিমানা দিতে সম্মত হন। এতে করে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন নেই।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ১ এপ্রিল ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।