ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

ক্রিকেট

ইমরান তাহির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৭, এপ্রিল ৪, ২০১৪
ইমরান তাহির

পেস নির্ভর দ. আফ্রিকার স্পিন বিস্ময় হিসেবে টি-টোয়েন্টি দলে এসেছেন ইমরান তাহির। টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মাত্র ১১টি।

এই ফরম্যাটে ৪১ ওভার বল করে উইকেট নিয়েছেন ২০টি। ২১ রানে ৪ উইকেট তার টি-টোয়েন্টি ক্যারিয়ার সেরা বোলিং। বিশ্বকাপের পঞ্চম আসরে চার ম্যাচ খেলে ১৬ ওভার বল করে ১১ টি উইকেট নিয়েছেন। প্রতিটি ম্যাচে ৪ ওভার বল করে শ্রীলঙ্কার সঙ্গে ২৬ রানে ৩টি , নিউজিল্যান্ডের সঙ্গে ২৭ রানে ২টি, নেদারল্যান্ডসের সঙ্গে ২১ রানে ৪টি এবং ইংল্যান্ডের সঙ্গে ২৭ রানে ২টি উইকেট নিয়েছেন ইমরান তাহির। আজ ফাইনালের টিকিট পেতে এই প্রোটিয়া বোলার লড়বেন ভারতের ব্যাটিং শক্তির সঙ্গে। ফর্মের তুঙ্গে থাকা ইমরান তাহির আজ তার লেগ-ব্রেক গুগলি দিয়ে ভারতীয় ব্যাটসম্যানদের বোকা বানাতে চাইবেন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।