ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

ক্রিকেট

রাতে লড়বে চেন্নাই-দিল্লী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৭, এপ্রিল ২১, ২০১৪
রাতে লড়বে চেন্নাই-দিল্লী

আবুধাবী: আবুধাবীর শেখ জায়েদ স্টেডিয়ামে আইপিএলের অষ্টম ম্যাচে আজ রাতে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস এবং দিল্লী ডেয়ারডেভিলস। রাত সাড়ে আটটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।



দিল্লী তাদের প্রথম ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে ৮ উইকেটে হেরেছিল। পরের ম্যাচে কলকাতার বিপক্ষে ৪ উইকেটের জয় তুলে নেয়। আর চেন্নাই পাঞ্জাবের কাছে নিজেদের প্রথম ম্যাচে ৬ উইকেটে হারে।

দিল্লী হয়তো আজও তাদের ম্যাচে কেভিন পিটারসেনকে পাবেনা। হাতের চোটের কারনে মিস করতে পারেন এই ম্যাচ। আগের দুটি ম্যাচে রান পাওয়া জেপি ডুমিনির উপর আজও নির্ভর করতে হবে দিল্লীকে। সঙ্গে যোগ দিবেন রস টেইলর, দিনেশ কার্তিক।

অপরদিকে চেন্নাইয়ের নির্ভরতার প্রতীক ব্রেন্ডন ম্যাককালাম, ডোয়াইন স্মিথ, মহেন্দ্র সিং ধোনী আর ব্রাভোরা। সঙ্গে থাকবেন সুরেশ রায়না আর ঘূর্নি জাদুকর রবি চন্দ্রন অশ্বিন।

এর আগে ১২ বার একে অপরের বিপক্ষে খেলেছে। মহেন্দ্র সিং ধোনীর চেন্নাই ৮ বার জয় পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘন্টা, ২১ এপ্রিল ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।