ঢাকা, শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

ক্রিকেট

অবসর ভেঙ্গে ক্রিকেটে ফিরছেন ফ্লিনটফ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০২, মে ৩০, ২০১৪
অবসর ভেঙ্গে ক্রিকেটে ফিরছেন ফ্লিনটফ অ্যান্ড্রু ফ্লিনটফ

ঢাকা: অবসর ভেঙে আবারো ক্রিকেটে ফিরছেন অ্যান্ড্রু ফ্লিনটফ৷ ক্রিকেট থেকে বিদায় নেয়া সাবেক এই ইংলিশ অধিনায়ক পাঁচ বছর পর ল্যাঙ্কাশায়ারের হয়ে ক্রিকেট খেলবেন বলে চুক্তি করেছেন।

২০০৫ সালের অ্যাশেজ জয়ের নায়ক ৩৬ বছর বয়সী ফ্লিনটফ কাউন্টি দলে টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন।

সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই ব্যাট-বল হাতে টি-টোয়েন্টি ম্যাচে মাঠে দেখা যাবে তাকে।

আবারো ক্রিকেটে ফেরার ব্যাপারে ফ্লিনটফ বলেন, ‘আমি আবারো ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলতে পারব বলে তাদের সম্মান জানাচ্ছি। অনুশীলনে ক্লাবের সঙ্গে বেশ কিছু কাজ করেছি। আমি খুবই খুশি যে তারা আমাকে আবারো খেলার জন্য আমন্ত্রন জানিয়েছে। ’

১৯৯৫ সালে ল্যাঙ্কাশায়ারে যোগ দেয়া ফ্লিনটফ ২০১০ সাল পর্যন্ত এই ক্লাবে খেলেছেন। ইংলিশ জাতীয় দলের হয়ে ৭৯ টি টেস্ট ম্যাচ এবং ১৪১ টি ওয়ানডে ম্যাচ খেলেছেন ফ্লিনটফ।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘন্টা, ৩০ মে ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।