ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

ক্রিকেট

বিদায় জয়াবর্ধনে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০০, আগস্ট ১৭, ২০১৪
বিদায় জয়াবর্ধনে মাহেলা জয়াবর্ধনে

ঢাকা: দীর্ঘ ১৭ বছরের এক বর্ণাঢ্য টেষ্ট ক্যারিয়ার শেষ করছেন শ্রীলঙ্কান কিংবদন্তি ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে। লঙ্কান টেষ্ট দলে ব্যাটিংয়ের অন্যতম আস্থার প্রতিক ছিলেন এই অভিজ্ঞ ডানহাতি।

দ্বীপরাষ্ট্রের ৩৭ বছর বয়সি ব্যাটসম্যানের হাত ধরে অসংখ্য ম্যাচও জিতেছে শ্রীলঙ্কা।

পাকিস্তানের বিপক্ষে জীবনের শেষ টেষ্টের দ্বিতীয় ইনিংসে ৫৪ রান করে নিজের নামের প্রতি সুবিচারই করলেন এই লঙ্কান। ২ আগস্ট, ১৯৯৭ সালে কলম্বোয় ভারতের সঙ্গে টেষ্টে অভিষেক হয় এই ডান হাতি ব্যাটসম্যানের। ক্যারিয়ারের ইতিও টানছেন একই মাঠে।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ১৪৯ টি ম্যাচে খেলেছেন তিনি। রান করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ১১,৮১৪। যেখানে তার ব্যাটিং গড় ৪৯.৮৪। তার ক্যারিয়ারে রয়েছে ৩৪টি শতক ও ৫০ টি অর্ধশতক। সর্বোচ্চ ৩৭৪ রান করেছেন দ.আফ্রিকার বিপক্ষে।

শচিন টেন্ডুলকার, রিকি পন্টিং, জ্যাক কালিস, রাহুল দ্রাবিড়, কুমার সাঙ্গাকারা ও ব্রায়ান লারার পর বিশ্বের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ১১ হাজার রান করার কৃতিত্ব অর্জন করেছেন জয়াবর্ধনে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ১৭ আগস্ট ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।