ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

ক্রিকেট

পাকিস্তান ওডিআই দলে ইরফান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪১, আগস্ট ২১, ২০১৪
পাকিস্তান ওডিআই দলে ইরফান মোহাম্মদ ইরফান

ঢাকা:  পাকিস্তানের ফাস্ট বোলার জুনায়েদ খানের ইনজুরিতে ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন দীর্ঘ দেহী মোহাম্মদ ইরফান। ইতিমধ্যে পাকিস্তান দলের অনুশীলনে যোগ দিয়েছেন এই বাঁহাতি।



শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেষ্টের প্রথম ইনিংসে ব্যাটিং করার সময় একটি বাউন্সি বলে মাথায় আঘাত পান জুনায়েদ। আঘাত পেয়েও তিনি মাঠে অবস্থান করেন। ড্রেসিং রুমে ফিরে তিনি জ্ঞান হারান। পরে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পাকিস্তান টেষ্ট সিরিজ ২-০ তে হারে।

ইরফান গত বছর সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের হয়ে দ.আফ্রিকার বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। এরপর ইনজুরিতে পড়েন তিনি।

আগামী শনিবার হাম্বানটোটায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওডিআই খেলবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘন্টা, ২১ আগষ্ট ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।