ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিপাক্ষিক সফর স্থগিত করলো ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৯, অক্টোবর ২১, ২০১৪
ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিপাক্ষিক সফর স্থগিত করলো ভারত

ঢাকা: ভারত সফরের মাঝখানে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা তাদের ক্রিকেট বোর্ডের সঙ্গে দেনা-পাওনা নিয়ে বিদ্রোহ করে দেশে ফিরে যায়। আর এই কারণে বেশ বড় ধরণের অর্থিক ক্ষতির সম্মুখ্যে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড এমনটি জানিয়েছিলেন দেশটির বোর্ডের এক কর্মকর্তা।



এরই ধারাবাহিকতায় ভরতীয় ক্রিকেট বোর্ড(বিসিসিআই)র কার্যনির্বাহি কমিটি ক্যারিবীদের সঙ্গে সকল ধরণের দ্বিপাক্ষিক সফর স্থগিত করেছে।

এদিকে বিসিসিআই এখনও তাদের ক্ষতির পরিমাণ ব্যাপারে কোন কিছু বলেনি। তবে তারা উইন্ডিজ বোর্ডের বিরুদ্ধে আঈনি ব্যবস্থা নেয়ার ব্যাপারে উদ্দ্যোগ নিয়েছে। আগামী আট বছরের মধ্যে ক্যারিবীয়ানে চারবার সফরের ইচ্ছে ছিল ভারতের।

এদিকে বিসিসিআই এখনও যেসব ক্যারিবীয়ান খেলোয়াড় আইপিএল এ খেলে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিবে কিনা সে ব্যাপারে কিছু জানায়নি।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ২১ অক্টোবর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।