ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

ক্রিকেট

উড়ন্ত সূচনা ঢাকা বিভাগের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৭, ফেব্রুয়ারি ১, ২০১৫
উড়ন্ত সূচনা ঢাকা বিভাগের

ঢাকা: জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ঢাকা মেট্টোর বিপক্ষে উড়ন্ত সূচনা করেছে ঢাকা বিভাগ। চারদিনের ম্যাচের প্রথম দিন লাঞ্চ বিরতি পর্যন্ত ঢাকা বিভাগের সংগ্রহ বিনা উইকেটে ১০৮ রান।



আগের ম্যাচে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়া রনি তালুকদার আজও রানের দেখা পেয়েছেন। ৫২ রানে অপরাজিত আছেন তিনি। অপর ওপেনার আব্দুল মজিদ ৫৬ রানে অপরাজিত থেকে লাঞ্চ বিরতিতে গেছেন।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে রোববার টসে জিতে ঢাকা মেট্টোর অধিনায়ক মার্শাল আইয়ুব ঢাকা বিভাগকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায়।

এদিকে ১৬তম জাতীয় ক্রিকেট লিগের আরও তিনটি ম্যাচ এদিন মাঠে গড়িয়েছে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর ২ নম্বর মাঠে খুলনা ডিভিশনের বিপক্ষে ব্যাটিং করছে বরিশাল বিভাগ।

বিকেএসপির ৩ নম্বর গ্রাউন্ডে সিলেটের বিপক্ষে ব্যাট করছে রংপুর।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী বিভাগের বিপক্ষে ব্যাট করছে চট্টগ্রাম বিভাগ।

উল্লেখ্য, রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগের ম্যাচের ভেন্যু পরিবর্তন করে মিরপুরে নিয়ে আসা হয়েছে। খেলাটি ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে হওয়ার কথা ছিল।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, ফেব্রুয়‍ারি, ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।