ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

ক্রিকেট

ম্যাককালামের প্রথম মারকুটে অর্ধশতক

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:০৫, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
ম্যাককালামের প্রথম মারকুটে অর্ধশতক ব্রেন্ডন ম্যাককালাম

বিশ্বকাপ ক্রিকেটের ১১তম আসরের প্রথম অর্ধশতক করলেন ব্রেন্ডন ম্যাককালাম। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের শুরু থেকে স্বভাবসুলভ মারমুখি ভঙ্গিতে ব্যাট চালাচ্ছেন কিউই এ ওপেনার।

৮ চার এবং একটি ওভার বাউন্ডারির মাধ্যমে ৩৫ বল খেলে এ আসরের প্রথম হাফ সেঞ্চুরি করেন ম্যাককলাম।

এ নিয়ে একদিনে আন্তর্জাতিক ম্যাচে ২৮টি অর্ধশতকের মালিক হেলন তিনি। আর শতক রয়েছে ৫টি। ২৪০ ম্যাচ খেলে ৩০.২৭ গড় নিয়ে মোট রান করেছেন ৫ হাজার ৪৮০।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে স্বাগতিকরা।

কিউইদের আরেক ওপেনার গাপটিলকে সঙ্গে নিয়ে মালিঙ্গা-কুলেসেকারাদের ভালই সামাল দিচ্ছে ম্যাককালাম। এখন দেখার বিষয় তার ইনিংসটাকে কতদূর নিতে পারেন।

বাংলাদেশ সময়: ০৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ার ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।