ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

ক্রিকেট

শতক পেরোলো অজিরা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০১, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
শতক পেরোলো অজিরা সংগৃহীত

ঢাকা: ৭০ রানের মধ্যেই টপ অর্ডারের ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে অস্ট্রেলিয়া। ম্যাচের ৭ম ওভারে পরপর দুই বলে স্টুয়ার্ট ব্রড সাজঘরে ফেরান ডেভিড ওয়ার্নার ও  শেন ওয়াটসনকে।

এরপর ১১তম ওভারের তৃতীয় বলে দারুণ ফর্মে থাকা স্টিভ স্মিথকে বোল্ড করেন ক্রিস ওকস।

শুরুর দিকে বিপর্যয় কাটিয়ে উঠতে লড়‍াই করছেন উদ্বোধনী ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ ও অজি অধিনায়ক জর্জ বেইলি। দুজনে মিলে অস্ট্রেলিয়ার স্কোরবোর্ড সচল রেখে ইতোমধ্যে শত রান পূর্ণ করেছেন। ৫৯ বলে ৬০ রান সংগ্রহ করা ফিঞ্চে সঙ্গে বেইলির সংগ্রহ ২১ বলে ১৩ রান। ১৮ ওভার শেষে তিন উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১০২ রান।

এর আগে উদ্বোধনী জুটিতে মাত্র ছয় ওভারেই ৫০ রানের করে অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

** সাজঘরে অজিদের টপ অর্ডারের তিন ব্যাটসম্যান
** অজি শিবিরে ব্রডের জোড়া আঘাত
** ফিঞ্চ-ওয়ার্নারের ব্যাটে বিশ্বকাপ মিশন শুরু অজিদের
** টসে জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠালো ইংলিশরা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।