ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

ক্রিকেট

আগে ব্যাটিং এগিয়ে দিয়েছে ভারতকে

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩২, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
আগে ব্যাটিং এগিয়ে দিয়েছে ভারতকে ইনজামাম-উল-হক

ঢাকা: ‘আগে ব্যাটিং করা সবসময়ই সুবিধাজনক। আর বড় ম্যাচে টার্গেট নিয়ে ব্যাটিং করা খুবই চাপের।

টসে জিতে আগে ব্যাট করাটাই ভারতকে এগিয়ে দিয়েছে। ব্যাটিংটা তাদের ব্যাটসম্যানরা উপভোগও করেছে। ’

বিশ্বকাপে চির-প্রতিদ্বন্দী ভারতের বিপক্ষে পাকিস্তানের ৭৬ রানে হারের পর আইসিসি’র জন্য লেখা একটি কলামে এমনটা জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ইনজামাম-উল-হক।

রোববার অ্যাডিলেড ওভালে প্রথমে ব্যাটিংয়ে নেমে সাত উইকেটে ৩০০ রান সংগ্রহ করে ভারত। জবাবে ৪৭ ওভারে ২২৪ রানেই থেমে যায় পাকিস্তানের ইনিংস।  

ইনজামাম হতাশা নিয়ে আরও যোগ করেন, ‘বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের প্রতিবার হারের হতাশা বোঝানোর সঠিক ভাষা আমার কাছে নেই। তবে এটা সত্যি, যারা মাঠে খেলেছেন তাদের ক্ষতটা অনেক বেশি। এটি খেলোয়াড়দের জন্য পীড়াদায়ক। ’

উল্লেখ্য, ১৯৯২ বিশ্বকাপ থেকে শুরু করে মোট সাত বিশ্বকাপে ছয়বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। প্রতিবারই পাকিস্তানকে হারের হতাশায় ডুবিয়েছে ভারত।  

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।