ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

ক্রিকেট

অসংযত আচরণে দণ্ডিত স্যামি-মুনি

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৪, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
অসংযত আচরণে দণ্ডিত স্যামি-মুনি ছবি: সংগৃহীত

ঢাকা: খেলোয়াড়দের জন্য নির্ধারিত আইসিসির আচরণ বিধি (কোড অব কন্ডাক্ট) লঙ্ঘন করায় ক্যারিবীয় বোলার ড্যারেন স্যামি ও আইরিশ অলরাউন্ডার জন মুনিকে ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। ম্যাচ রেফারি ক্রিস ব্রড ‍তাদের এ অর্থদণ্ড দেন।



বিশ্বকাপ ক্রিকেটের এগারতম আসরে ওয়েস্টইন্ডিজ-আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচের প্রথম ইনিংসেই পৃথক ঘটনা দু’টি ঘটে।

প্রথম ইনিংসে ব্যাট করার সময় ৩৪তম ওভারে ‘অপেশাদার’ শব্দ উচ্চারণ করেন ওয়েস্টইন্ডিজের বোলার স্যামি, যা ম্যাচ শেষে ভিডিও ফুটেজে ধরা পড়ে।

এ ঘটনার পর ওই ইনিংসের ৪৫তম ওভারে সর্তীথ এক খেলোয়াড় ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হলে জন মুনি কয়েকবার ‘অপেশাদার’ শব্দ উচ্চারণ করেন।

এদিকে, ম্যাচ রেফারির করা ৩০ শতাংশ জরিমানা উভয় খেলোয়াড়ই মেনে নিয়েছেন।

ম্যাচে ফেভারিট ওয়েস্টইন্ডিজকে ৪ উইকেটে হারিয়ে বিশ্বকাপের এবারের আসরের প্রথম অঘটনা ঘটায় ‘আন্ডারডগ’ আয়ারল্যান্ড।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।