ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

ক্রিকেট

শতক পেরোলো স্কটিশরা

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:০১, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
শতক পেরোলো স্কটিশরা সংগৃহীত

ঢাকা: নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ১২ রানে চার উইকেট হারিয়ে দিশেহারা স্কটল্যান্ডকে আলো দেখাচ্ছেন রিচি বেরিংটন ও ম্যাট মাসান। পঞ্চম উইকেট জুটিতে এরা যোগ করেছেন ৮৮ রান।

সেই সাথে দলীয় ১০০ রান পূর্ন হয়েছে দলটির। ২৫.৫ ওভারে স্কটল্যান্ডের সংগ্রহ চার উইকেটে ১০০ রান। মাশান ৫২ ও বেরিংটন ৪৪ রানে অপরাজিত আছেন।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে কিউই পেসারদের দাপটে শুরুতেই বিপর্যয়ে পড়ে স্কটল্যান্ড। ইনিংসের দ্বিতীয় ওভারে ট্রেন্ট বোল্টের প্রথম দুই বলেই শূণ্য রানে প্যাভিলিয়নে ফেরেন কালাম ম্যাকলিওড ও হামিশ গার্ডিনার। এরপর পেস তান্ডব চালান সাউদি। কাইল কোয়েটজার (১) ও অধিনায়ক প্রেস্টন মমসেনকে (০) ফেরান এ ডানহাতি পেসার।

টিম সাউদি ও টেন্ট বোল্ট দুটি করে উইকেট নিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৬০০ ঘন্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫


** টপঅর্ডারেই তিন ‘ডাক’
** শুরুর ধাক্কা সামলে অর্ধশতক পেরোলো স্কটিশরা
** কিউই পেসে দিশেহারা স্কটিশরা
** অপরিবর্তিত নিউজিল্যান্ড একাদশ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।