ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

ক্রিকেট

প্রথম বোলার হিসেবে ম্যাচ সেরা বোল্ট

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৮, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
প্রথম বোলার হিসেবে ম্যাচ সেরা বোল্ট ট্রেন্ট বোল্ট

ঢাকা: বিশ্বকাপের এবারের আসরে প্রথম কোনো বোলার হিসেবে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট।
 
ডানেডিনে স্কটল্যান্ডের বিপক্ষে ২১ রানে দুই উইকেট নিয়েছেন বাহাতি এই পেসার।

ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় এবং চতুর্থ বলে ম্যাকিলউড এবং গার্ডিনিয়ারের উইকেট তুলে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন এ পেসার।

এ ম্যাচের আগে ১৭টি একদিনের ম্যাচে ২০ উইকেট নিয়েছেন বোল্ট। ৪৪ রানে চার উইকেট এখন পর্যন্ত তার ক্যারিয়ার সেরা বোলিং।   ২০১১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোবার্টে এই কিউই পেসারের অভিষেক হয়।
 
বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা,  ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।