ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

ক্রিকেট

ডি ভিলিয়ার্সের জন্মদিনে সতীর্থদের বিশেষ ভিডিও

ওয়াল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৭, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
ডি ভিলিয়ার্সের জন্মদিনে সতীর্থদের বিশেষ ভিডিও এবি ডি ভিলিয়ার্স

ঢাকা: বিশ্বকাপে এসে নিজের জন্মদিন উদযাপন করছেন আব্রাহাম বেঞ্জামিন ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকান এ অধিনায়ক ৩১ বছরের পা রাখলেন।

১৯৮৪ সালের ১৭ ফেব্রুয়ারি প্রিটোরিয়ায় জন্ম নিয়েছিলেন এ ডানহাতি ব্যাটসম্যান।

এদিকে দলনেতার জন্মদিনকে ঘিরে দারুণ আনন্দ করেন তার সতীর্থরা। প্রোটিয়া বেশ কয়েকজন ক্রিকেটার ও অন্যান্যরা ডি ভিলিয়ার্সের জন্মদিনকে ঘিরে তৈরী করেছেন একটি বিশেষ ভিডিও। প্রত্যেকে এই ভিডিওটিতে ডি ভিলিয়ার্সের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।

বর্তমানে ব্যাটিংয়ে শীর্ষে থাকা ডি ভিলিয়ার্স এখন পর্যন্ত ১৮০টি একদিনের ম্যাচে ৫১.৯৭ গড়ে ৭,৪৮৪ রান করেছেন। যেখানে মারকুটে এ ব্যাটসম্যানের স্ট্রাইক রেট রয়েছে ৯৭.০৩। বিশ্বকাপের আগে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআইতে ৩১ বলে সেঞ্চুরি করে দ্রুততম সেঞ্চুরির মালিক হন।

নিচে ভিডিও লিকংটি দেওয়া হলো:


বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।