ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

ক্রিকেট

ম্যাচ সেরা মুশফিক

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৩, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
ম্যাচ সেরা মুশফিক মুশফিকুর রহিম

ঢাকা: বিশ্বকাপের এবারের আসরে বাংলাদেশের হয়ে প্রথম  ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার জিতলেন মুশফিকুর রহিম। আফগানিস্তানের বিপক্ষে ৭১ রানের ইনিংসটি তাকে এনে দিয়েছে এ সম্মান।


 
দলীয় ১১৯ রানে যখন চতুর্থ উইকেটে হারায় বাংলাদেশ। তখনি ক্রিজে আসেন মুশফিক। শুরু থেকেই হিসেবি ব্যাটিং করে পরিস্থিতি মোকাবেলা করেন। ৫৬  বলে ৭১ রানের ইনিংসটিতে ছয় চার এবং একটি দৃষ্টিনন্দন ছয়ের মার ছিল।
 
মুশফিকুর রহিম এ পর্যন্ত ১৪০টি ওয়ানডে খেলে ২৮.৯২ গড়ে  করেছেন ৩ হাজার ১৫৩ রান। ক্যারিয়ার সর্বোচ্চ রানের ইনিংস হলো ১১৭। ২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় মুশফিকের।
 
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।