ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

ক্রিকেট

নজর দিয়েন না প্লিজ: মাশরাফি

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৩, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
নজর দিয়েন না প্লিজ: মাশরাফি

আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ দলের জন্যে সবচেয়ে বড় খবর হলো বল হাতে পুরনো মাশরাফিকে খুঁজে পেয়েছে দল।


 
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ থেকে শুরু করে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ নড়াইল এক্সপ্রেসের গতিতে অস্বস্থিতে পড়তে হয়েছে প্রতিপক্ষকে। মাশরাফির আগুন ঝরানো স্পেলে ব্যাটিং মেরুদন্ড ভেঙে যায় আফগানদের।
 
মাশরাফির সাম্প্রতিক ফর্ম নিয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তার বোলিং নিয়ে প্রশ্ন করা হলে মাশরাফি মজা করেই বললেন ‘নজর দিয়েন না প্লিজ। ভালো সময়টাকে সবচেয়ে বেশি ভয় পাই। আল্লাহর অশেষ রহমত যে বোলিংটা ভালো হচ্ছে। আমার বিশ্বাস যে এটা খুবই প্রয়োজন এ মুহূর্তে। আর  অন্য বোলার  যারা আছে তারা জোরে বল করতে পারে, তাদের সঙ্গে তালমিলিয়ে একভাবে বোলিং করা যাওয়া একটা ব্যাপার। সবকিছুই ঠিকঠাকমতো হচ্ছে। ’
 
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।