ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

ক্রিকেট

বিশ্বকাপের প্রথম ফিফটি তুলে নিলেন আনোয়ার

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৪, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
বিশ্বকাপের প্রথম ফিফটি তুলে নিলেন আনোয়ার সংগৃহীত

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের মিডল অর্ডার ‍ব্যাটসম্যান সায়মন আনোয়ার। প্রথম ইনিংসে এবং তার দলের আজকের একমাত্র হাফ সেঞ্চুরিয়ান তিনি।

এছাড়া বিশ্বকাপেও এটি তার প্রথম হাফ সেঞ্চুরি।  

ক্যারিয়ারের অষ্টম আন্তর্জাতিক ম্যাচে ৯টি চার এবং একটি ছক্কা মেরে ৬৭ রান সংগ্রহকারী এই ব্যাটসম্যান শন উইলিয়ামসের বলে ক্রেইগ আরভিনের হাতে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফিরেন।

এর আগের হাফ সেঞ্চুরিটি সায়মন আফগানিস্তানের বিপক্ষে করেছিলেন। তবে আজকে তার এই ব্যক্তিগত সঞ্চয় জিম্বাবুয়েকে মোকাবিলার জন্য যথেষ্ট কাজে দিচ্ছে তা নিঃসন্দেহে বলা যায়।

২৮৬ রানে টার্গেট দিয়ে জিম্বাবুয়ের মত মোটামুটি মানের দলকে মোকাবিলা করার জন্য স্কোরটা কিন্তু নিছক কম নয়। বলতে গেলে কঠিন চ্যালেঞ্জের মুখেই রয়েছে জিম্বাবুয়ে।

এদিকে ৩৬ বছর বয়সী সয়মন ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশত রান করে বিশ্বকাপের দ্বিতীয় মাচে জয় নিয়ে মাঠ ছাড়ার স্বপ্ন দেখতেই পারেন।

বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।