ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

ক্রিকেট

ম্যাচ সেরা শন উইলিয়ামস

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৬, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
ম্যাচ সেরা শন উইলিয়ামস ছবি: সংগৃহীত

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ জেতানো ৭৬ রানের ইনিংসের সুবাদে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার শন উইলিয়ামস।
 
নেলসনে পুল ‘বি’র ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জিম্বাবুয়ের টপ অর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থ হলে, দলের হাল ধরেন শন উইলিয়ামস।

৬৫ বলে ৭৬ রানের ইনিংসটি সাজাতে সাত চার ও একটি ছক্কা মারেন উইলিয়ামস।
 
এ পর্যন্ত ৭০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে ৩০.৮৬ গড়ে এক হাজার ৭৯০ রান করেছেন শন উইলিয়ামস। ঝুলিতে ১৭টি অর্ধশতক থাকলেও একটিও শতকে রুপান্তরিত করতে পারেন নি তিনি। ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ৭৮।
 
বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।