ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

ক্রিকেট

‘চাপ নিয়ন্ত্রনে রাখতে পেরেছি’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৩, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
‘চাপ নিয়ন্ত্রনে রাখতে পেরেছি’ শেন উইলিয়ামস

ঢাকা: স্যাক্সটন ওভালে সংযুক্ত আরব আমিরাতের দেয়া ২৮৬ রানের বড় লক্ষ্যে ছুটতে গিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে দল। ১৬৭ রান তুলতে পাঁচ উইকেট হারায় তারা।

তবে সেখান থেকে শেন উইলিয়ামসের ৬৫ বলে ৭৬ রানের অপরাজিত ইনিংসে চার উইকেট আর ১২ বল হাতে রেখে জয় পায় জিম্বাবুয়ে। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও হাতে ওঠে তার।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে উইলিয়ামস জানান, ‘অসময়ে আমরা উইকেট হারিয়েছি। পাঁচ উইকেট পতনের পর আমরা চাপে ছিলাম। তবে চেষ্টা করেছি চাপ অনুভব না করতে। মাঠের উইকেট দারুণ ছিল এবং আমি সব শট নিচের দিকে খেলতে চেষ্টা করেছি। ’

উল্লেখ্য, ২৮ বছর বয়সী শেন উইলিয়ামস বল হাতেও দলের জন্য ভূমিকা রাখেন। ৪৩ রানে নেন দুই উইকেট। তার অলরাউন্ড নৈপুন্যে এবারের বিশ্বকাপের প্রথম জয়ের স্বাদ পেল জিম্বাবুয়ে দল।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।