ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

ক্রিকেট

ফেসবুকেও উড়ছেন কোহলি

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১০, ফেব্রুয়ারি ২০, ২০১৫
ফেসবুকেও উড়ছেন কোহলি

ঢাকা: সবদিকে আকাশ ছুঁয়ে ফেলছেন ভারতীয় ডানহাতি স্টাইলিশ ব্যাটসম্যান বিরাট কোহলি। সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকে তার ফলোয়ারের সংখ্যা দুই কোটি ছাড়িয়েছে।



এ বিবেচনায় ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে দ্বিতীয় আসনে আছেন আবেদনময় এ ক্রিকেটার। তার আগে আছেন কেবল ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকার।

তবে বিশ্বব্যাপী বিশতম অবস্থানে রয়েছেন এ ক্রীড়াবিদ। ‍আর শচীন  রয়েছেন ১৩তম স্থানে।

১০ কোটি ৭০ লাখের বেশি ফলোয়ার নিয়ে ক্রীড়াবিদদের তালিকায় সবার শীর্ষে রয়েছেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ৭ কোটি ৮০ লাখের বেশি ফলোয়ার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ফুটবলের ‘বিস্ময় বালক’ খ্যাত আর্জেন্ট‍াইন তারকা ফুটবল‍ার লিওনেল মেসি।

গত বছরও ফেসবুকে কোহলির ফলোয়ারের সংখ্যা ছিল ৫০ লাখ। তবে মাইক্রোব্লগিং সাইট টুইটারে অনেক আগেই শচীনকে ছাড়িয়ে গেছেন কোহলি।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।