ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

সবার উপরে গেইল

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৬, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
সবার উপরে গেইল ক্রিস গেইল

ঢাকা: ক্যানবেরায় জিম্বাবুয়ের বিপক্ষে বিস্ফোরক ইনিংস খেলে বিশ্বকাপে নতুন ইতিহাস রচনা করেছেন ক্রিস গেইল। প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েছেন এই ব্যাটিং দানব।

ওপেনিংয়ে নেমে ১৪৭ বলে ২১৫ রান করে ইনিংসের শেষ বলে আউট হয়েছেন গেইল। হাঁকিয়েছেন ১৬টি ছক্কা ও ১০টি চার।

অতিমানবীয় এক ইনিংসেই সবার উপরে চলে এসেছেন ক্রিস গেইল। এবারের বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরার এখন পর্যন্ত তিনি।

৩ ম্যাচে ২১০ রান করে সর্বোচ্চ স্কোরার ছিলেন শিখর ধাওয়ান। ক্যানবেরার মানুকা ওভালের বিশাল মাঠে এক ইনিংসেই ধাওয়ানকে পেছনে ফেললেন গেইল। তিন ম্যাচ খেলে গেইলের সংগ্রহ ২৫৫ রান।

প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৬৫ বল খেলে করেছিলেন ৩৬ রান। আর পাকিস্তানের বিপক্ষে আউট হয়েছেন মাত্র চার রান করে।  

বিশ্বকাপ শুরুর আগ থেকেই রানখড়ায় ভুগছিলেন ক্রিস গেইল। বিশ্বকাপের শুরুতেও ছিলেন ফর্মহীন। অনেকেই ধরে নিয়েছিলেন ফুরিয়ে গেছেন ক্রিস গেইল। সমালোচকদের জবাব দিতে এমন বিস্ফোরক ইনিংস খেলবেন তা হয়তো ভাবতে পারেননি গেইল নিজেও।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।