ঢাকা, মঙ্গলবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

ব্যাক টু ব্যাক সেঞ্চুরি সাঙ্গাকারার

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৭, মার্চ ১, ২০১৫
ব্যাক টু ব্যাক সেঞ্চুরি সাঙ্গাকারার ছবি: সংগৃহীত

ঢাকা: এবারের বিশ্বকাপে পরপর দুটি সেঞ্চুরি হাঁকালেন কুমার সাঙ্গাকারা।

রোববার (০১ মার্চ) ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাত্র ৭১ বলে সেঞ্চুরি করেন তিনি।

এটি তার ক্যারিয়ারের ২৩তম সেঞ্চুরি। এর আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ১০৫ রান করেছিলেন এই লিজেন্ট ব্যাটসম্যান। সেটি ছিল তার ব্যাক্তিগত ৪০০তম ম্যাচ।

কুমার সাঙ্গাকারা ৪০১ ওয়ানডেতে ১৩ হাজার ৮শ' ৪৪ রান করেছেন। তার ব্যাটিং গড় ৪১ দশমিক ২০। সর্বোচ্চ রান ১৬৯।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।