ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

কিউই শিবিরে গ্যাস্ট্রিকের হানা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪১, মার্চ ১০, ২০১৫
কিউই শিবিরে গ্যাস্ট্রিকের হানা

ঢাকা: বিশ্বকাপের এবারের আসরের সব বিভাগেই নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে কিউইরা। প্রথম পাঁচ ম্যাচের সবকটিতে জয়ই তার প্রমাণ।



তবে আগামী ১৩ মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচে টাইগারদের মুখোমুখি হওয়ার আগে কিউইদের বেশ ক’জন খেলোয়াড় অসুস্থতায় ভুগছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

কিউই দলের ‘দু থেকে তিনজন’ খেলোয়াড় গ্যাস্ট্রিক সমস্যায় ভুগছেন। এছাড়া আফগানিস্তানের বিপক্ষে ক্যাচ ধরার সময় কাঁধে আঘাত পাওয়া অ্যাডাম মিলনির ফিটনেস নিয়েও সমস্যার কথা জানিয়েছেন কোচ মাইক হেস্সন।

তকে মিলনির সমস্যা গুরুতর নয় উল্লেখ করে হেস্সন বলেন, জয় ছাড়া আমরা বিকল্প কিছু ভাবছি না।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।