ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

সেরা পাঁচে আমিরাতের আনোয়ার!

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৫, মার্চ ১২, ২০১৫
সেরা পাঁচে আমিরাতের আনোয়ার! শায়মান আনোয়ার

ঢাকা: ছোট দলের ক্রিকেটার হয়েও সামনের সারিতে কিভাবে থাকতে হয় তাই দেখালেন সংযুক্ত আরব আমিরাতে টপ অর্ডারের ব্যাটসম্যান শায়মান আনোয়ার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃহস্পতিবার (১২ মার্চ) ব্যাটিংয়ে নেমে ৩৯ রানের ইনিংস খেলার পর হলেন এবারের বিশ্বকাপের সেরা পাঁচ রান সংগ্রাহক।



এখন পর্যন্ত একাদশ বিশ্বকাপে পাঁচ ম্যাচে খেলে একটি সেঞ্চুরিসহ ৩০৯ রান করেছেন আনোয়ার। তিনি এদিন জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলরকে পেছনে ফেলে তালিকার পাঁচ নম্বর স্থান দখল করেন। বিশ্বকাপে আনোয়ার দুটি হাফ সেঞ্চুরির পাশাপাশি আয়ারল্যান্ডের বিপক্ষে ১০৬ রানের অসাধারণ একটি সেঞ্চুরি করেন।

এদিকে একাদশ বিশ্বকাপে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে রেকর্ড টানা চারটি সেঞ্চুরি করে সর্বোচ্চ রান করেছেন কুমার সাঙ্গাকারা। শ্রীলঙ্কান এ বাঁহাতি করেছেন ৪৯৬ রান। পরের অবস্থান গুলোতে আছেন যথাক্রমে দ. আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ৪১৭ (৬ ম্যাচ)। লঙ্কান তিলকেরত্নে দিলশান ৩৯৫ (৬ ম্যাচ) ও ভারতের শিখর ধাওয়ান ৩৩৩ (৫ ম্যাচ)।

আনোয়ার এখন পর্যন্ত ১১টি একদিনের ম্যাচ খেলে করেছেন ৩৯৯ রান। যেখানে ৩৯.৯০ গড়ে তিনটি হাফ সেঞ্চুরির পাশাপাশি একটি সেঞ্চুরি করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।