ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

জাতীয় লিগে নতুন চ্যাম্পিয়ন রংপুর বিভাগ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫১, মার্চ ১২, ২০১৫
জাতীয় লিগে নতুন চ্যাম্পিয়ন রংপুর বিভাগ সংগৃহীত

ঢাকা: ১৬তম ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের শিরোপা জিতেছে রংপুর বিভাগ। জাতীয় লিগে এটি রংপুরের প্রথম শিরোপা।

বৃহস্পতিবার ঢাকা মেট্রোকে ১০২ রানে হারালে ২০১৪-১৫ মৌসুমের চ্যাম্পিয়ন হয় সাজেদুল ইসলামের দল। সাত ম্যাচে চার জয়ে ১২১ পয়েন্ট নিয়ে লিগ শিরোপা পায় রংপুর।

১২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে থেকে লিগ শেষ করেছে খুলনা বিভাগ। ১১৯ পয়েন্ট তৃতীয় হয়েছে ঢাকা বিভাগ।

গতকাল (বুধবার) ম্যাচের তৃতীয় দিনেই চট্টগ্রামকে ইনিংস ও ২৪ রানে হারিয়ে শিরোপা প্রায় নিশ্চিত করে ফেলেছিল খুলনা। তবে তাদের তাকিয়ে থাকতে হয় রংপুর-ঢাকা মেট্রোর ম্যাচের দিকে। শেষ দিনে রংপুর দারুণ জয় তুলে নিলে খুলনার চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে চ্যাম্পিয়ন হয় রংপুর।

বিকেএসপির দুই নম্বর গ্রাউন্ডে আগের দিনের সাত উইকেটে ২৪৮ রান নিয়ে চতুর্থ দিনের ব্যাটিং শুরু করে রংপুর। বাকি তিন উইকেটে এ দিন ৫৮ রান যোগ হলে ৩০৬ রানে শেষ হয় রংপুরের দ্বিতীয় ইনিংস। ৩৬১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে মাহমুদুল হাসানের বোলিং তোপে ২৫৮ রানে গুটিয়ে যায় মেট্রো।

মার্শাল আইয়ুব ও মেহরাব হোসেন (জুনি:) সর্বোচ্চ ৪৪ রান করেন।

মাহমুদুল হাসান পাঁচটি ও সোহরাওয়ার্দী শুভ তিনটি উইকেট নেন।

প্রথম ইনিংসে রংপুরের করা ৪৯১ রানের জবাবে ৪৩৭ রানে শেষ হয় ঢাকা মেট্রোর প্রথম ইনিংস।

ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।