ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

আবারো ক্যাচ ধরে ১০ লাখ ডলারের মালিক!

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৭, মার্চ ১৩, ২০১৫
আবারো ক্যাচ ধরে ১০ লাখ ডলারের মালিক!

ঢাকা: পঞ্চম ক্রিকেট সমর্থক হিসেবে সম্ভাব্য এক মিলিয়ন ডলারের (১০ লাখ) মালিক হলেন এক ক্রিকেট ভক্ত। হ্যামিল্টনে বাংলাদেশ ও নিউজিল্যন্ডের মধ্যকার বিশ্বকাপের ম্যাচে এক হাতে ক্যাচ লুফে নেন নাম না জানা এক সমর্থক।



ছয় সপ্তাহব্যাপী অনুষ্ঠেয় এ টুর্নামেন্টে অফারের আড়ালে গ্যালারির দর্শকদের জন্য ‘টুই ক্যাচ মিলিয়ন’ নামে একটি ক্রিকেটীয় প্রচারণা চালানো হচ্ছে। এসব প্রচারণার অংশ হিসেবে খেলা দেখতে আসা ক্রিকেটপ্রেমীরা সংশ্লিষ্ট কর্মীদের কাছ থেকে নির্দিষ্ট টি-শার্ট গায়ে গ্যালারিতে অবস্থান করছেন।

সেডন পার্কে খেলার ৪৮তম ওভারে নাসির হোসেনের করা বলে বিশাল এক ছক্কা হাঁকান কোরি অ্যান্ডারসন। আর হাজারো সমর্থকের মাঝ থেকে ক্যাচটি ধরেণ সেই ক্রিকেট সমর্থক।

এদিকে এর আগেই চারজন ক্রিকেট সমর্থক এ টুই প্রতিযোগিতায় অংশগ্রহন করে এক হাতে ক্যাচ ধরার গৌরব অর্জন করেন। এরা হলেন সঞ্চয় গান্ডা, ট্রাভিস কমিটি, জেমি গফ ও সাজ্জাদ আহমেদ।

বাংলাদেশ সময়: ১৭২৫, মার্চ ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।