ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

শেষ আটের লড়াইয়ে পাকিস্তান-আয়ারল্যান্ড

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪১, মার্চ ১৪, ২০১৫
শেষ আটের লড়াইয়ে পাকিস্তান-আয়ারল্যান্ড

ঢাকা: বিশ্বকাপের গ্রুপ পর্বে পুল ‘এ’র সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রোববার পাকিস্তান-আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে শেষ হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ ২০১৫ এর প্রথম পর্বের লড়াই।



বিশ্বকাপের ৪২তম এই ম্যাচটি রোববার (১৫ মার্চ) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় অ্যাডিলেড ওভালে শুরু হবে।

পুল ‘এ’ থেকে কারা শেষ আটে যাচ্ছে তা অনেক আগেই বলে দেওয়া যাচ্ছিল। তবে পুল ‘বি’ থেকে শেষ আট নিশ্চিত করতে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। ভারত ও দক্ষিণ আফ্রিকা শেষ আট নিশ্চিত করলেও পুল ‘বি’ থেকে শেষ আটের টিকিট পেতে শেষ ম্যাচ অবধি অপেক্ষা করতেই হচ্ছে।

পাকিস্তান, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্য থেকে পাওয়া যাবে শেষ আটের বাকি দুটি দল। পাঁচ ম্যাচে তিন জয়ে পাকিস্তান ও আয়ারল্যান্ড পেয়েছে ছয় পয়েন্ট করে। ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট চার।

তবে রোববারের ম্যাচে ক্যারবীয়দের সহজ প্রতিপক্ষ আরব আমিরাত। ওয়েস্ট ইন্ডিজ জিতলে তাদের পয়েন্ট হবে ছয়। আর পাকিস্তান-আয়ারল্যান্ড ম্যাচের পরাজিত দলের পয়েন্ট ছয়েই থাকবে। ফলে রান রেটের বিচারেই ৪র্থ দল নির্বাচন হবে।  
 
পাকিস্তান-আয়ারল্যান্ড ম্যাচে যে দলই জিতুক রান রেটে চোখ থাকবে উভয় দলেরই।

পুল ‘বি’র শেষ আটের সমীকরণ মেলানোর ম্যাচে পাকিস্তান দলে আসছে না কোনো পরিবর্তন। অন্যদিকে আয়ারল্যান্ড দল একজন পেসার কমিয়ে স্পিনার রাখছে তাদের একাদশে। স্টুয়ার্ট থম্পসনের জায়গায় এ ম্যাচে খেলতে পারেন দেশটির তরুণ অফস্পিনার অ্যান্ডি ম্যাকব্রিন।

২০০৭ বিশ্বকাপে আইসিসির সহযোগী দেশ আয়ারল্যান্ডের কাছে হেরেছিল পাকিস্তান। এ ম্যাচেও সেরকম কিছু ঘটিয়ে শেষ আট নিশ্চিত করতে চায় আইরিশরা। অন্যদিকে পাকিস্তান দল সেরাটা খেলে প্রত্যাশিত জয়ে খুলতে চায় শেষ আটের দরজা।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ:
আহমেদ শেহজাদ, সরফরাজ আহমেদ, ইউনিস খান, মিসবাহ-উল-হক (অধিনায়ক), উমর আকমল (উইকেটরক্ষক), শহীদ আফ্রিদি, শোয়েব মাকসুদ, ওয়াহাব রিয়াজ, সোহেল খান, রাহাত আলি ও মোহাম্মদ ইরফান।

আয়ারল্যান্ডের সম্ভাব্য একাদশ:
উইলিয়ামস পোর্টারফিল্ড (অধিনায়ক), পল স্টার্লিং, এড জয়েস, নেইল ও’ব্রায়েন, অ্যান্ডি বালবারনি, গ্যারি উইলসন (উইকেটরক্ষক), কেভিন ও’ব্রায়েন, জন মুনি, স্টুয়ার্ট থম্পসন/ অ্যান্ডি ম্যাকব্রিন, অ্যালেক্স কুসাক ও জর্জ ডকরেল।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।