ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

শ্রীলঙ্কা জানে কিভাবে চাপ নিতে হয়: আতাপাতু

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৮, মার্চ ১৫, ২০১৫
শ্রীলঙ্কা জানে কিভাবে চাপ নিতে হয়: আতাপাতু

ঢাকা: এবারের বিশ্বকাপে অন্য যে কোন দল থেকে শ্রীলঙ্কান টপ অর্ডার ব্যাটসম্যানরা সবচেয়ে বেশি রান করেছেন। বোলিংও দুর্দান্ত করছেন লাসিথ মালিঙ্গারা।

আর আসরে ছোট দলগুলোর বিপক্ষে লড়েছে দাপটের সঙ্গে।

তবে দলটি মনেকরে কোয়ার্টার ফাইনালে তারা অন্য দলগুলো থেকে এগিয়ে থাকবে। কারণ সর্বশেষ দুটি বিশ্বকাপের পাঁচটি নকআউট পর্বের ম্যাচে তিনটিতে জয় পেয়েছে শ্রীলঙ্কা আর দ‍ুটি বিশ্বকাপের ফাইনালে হেরেছে। কিন্তু অন্য কোন দেশ শেষ দুটি বিশ্বকাপের নকআউট পর্বে তিনটির বেশি ম্যাচ খেলতে পারেনি।  

এদিকে শুধুমাত্র ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেই নয়। ক্রিকেটের নতুন সংস্করণ টি-২০ বিশ্বকাপে ২০০৯ থেকে তিনটি আসরের একটিতে জয় ও দুটিতে রানারআপ লঙ্কানরা। আর দলের এমন পারফরম্যান্সে এবারের আসরে আরো আত্মবিশ্বাসী লঙ্কান প্রধান কোচ মারভান আতাপাতু।

আতাপাতু বলেন, ‘গত চার বছর ধরে আমি এ দলটির সঙ্গে আছি। বিগত কয়েকটি বিশ্বকাপের ফাইনালে আমাদের খেলার অভিজ্ঞতা আছে। আমি দেখেছি সমর্থকরা এ দলের খেলা পছন্দ করে। আমি ছেলেদের নিয়ে এবারের বিশ্বকাপে আশাবাদী। ’

তিনি আরো বলেন, ‘এ দলটি গত কয়েকটি আসরের নকআউট পর্বে খেলেছে। আর ত‍ারা জানে কিভাবে চাপে থেকে খেলতে হয়। তাই অমি মনেকরি ছেলেরা নিজেদের সেরাটা খেলতে পারলে আমাদের পক্ষে যে কোন কিছু সম্ভব। ’

বিশ্বকাপে ছয় ম্যাচের চারটিতে জিতে ইতিমধ্যে কোয়ার্টার ফাইনালে নিশ্চিত করা শ্রীলঙ্কা শেষ আটের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে। আগামী ১৮ মার্চ খেলাটি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।